Posts

Showing posts from July, 2021

Anti-Blue Lens ও এর উপকারিতা

Image
  জ্বী, হ্যাঁ আপনাকেই বলছি। এই মুহূর্তে আপনি যখন আমাদের দৃষ্টিশক্তি সম্পর্কিত সচেতনতামূলক এই পোস্টটি পড়ছেন তখনই হয়ত আপনার চোখের মারাত্মক ক্ষতি হয়ে যাচ্ছে আপনারই অজান্তে।   আপনার অফিসের বা বাসায় ব্যবহৃত ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটার, নিত্য ব্যবহৃত স্মার্টফোন, আপনার হাই ডেফিনেশন টিভি, কিংবা গেমিং কম্পিউটার থেকে নির্গত ক্ষতিকর অতি বেগুনি রশ্মি (UV A and B) আপনার দৃষ্টিশক্তির জন্য মারাত্বক ক্ষতির কারন হতে পারে যা চোখ ব্যাথা, মানষিক অবসাদ সহ নানাবিধ সমস্যার সৃষ্টি করতে পারে, এ কারনে Anti-Blue লেন্স ব্যবহার করা খুবই জরুরী বিশেষ করে যখন আপনি দীর্ঘ সময় ধরে ডিজিটাল ডিভাইস ব্যবহার করছেন। সেই সাথে শিশুদেরও এই লেন্স ব্যবহার করা প্রয়োজন যেহেতু তাদের চোখ আরও বেশি সংবেদনশীল হয়। আলোক বর্ণালী (Light Spectrum) এর 400 থেকে 420 ন্যানোমিটার পর্যন্ত UV Light (অতি বেগুনি রশ্মি) প্রতিহত করে Anti-Blue লেন্স চোখের সুরক্ষা দেয়। তাই সারাদিন ডিজিটাল স্ক্রিনে কাজ করলেও আপনার চোখ থাকবে সুরক্ষিত, থাকবে না অস্বাভাবিক মাথা ব্যাথা, রাতের ঘুম হবে নির্বিঘ্নে। Windows, iOS বা Android অপারেটিং সিস্টেমে Blue-Light Fi