Posts

Showing posts from June, 2021

Anti-Fog লেন্স কি? কি কি উপকার পাওয়া যায়?

Image
  মাস্ক ব্যবহার চশমার লেন্স ঘোলাটে করছে? সমাধান হাতের নাগালেই… কোভিড-১৯ এর প্রাদুর্ভাবে আমাদের প্রায় সব সময়ই মাস্ক ব্যবহার করতে হচ্ছে। নিয়মিত চশমা ব্যাবহারকারিদের জন্য এই মাস্ক ব্যাবহার এক নতুন বিড়ম্বনার কারণ । মাস্ক ব্যবহার করা মাত্রই চশমার লেন্স শ্বাস-প্রশ্বাসের গরম বাতাসের ফলে ঘোলাটে হয়ে যায়।    ঠিক একই রকম পরিস্থিতিতে পড়তে হয় যখন আমরা Air-Conditioned পরিবেশে বসে কাজ করি অথবা হঠাৎ বৃষ্টিতে যখন আমাদের চশমা ভিজে যায় । কেবলমাত্র Anti-Fog লেন্সই হতে পারে এই সমস্যাগুলোর একমাত্র কার্যকরী সমাধান। ১৯৬৬ সালে NASA তাদের “Gemini Space Program” -এ নভোচারীদের ব্যাবহারের জন্য সর্বপ্রথম এই Anti-Fog Lens প্রযুক্তির সফল প্রয়োগ করে । তারপর থেকেই এই লেন্স সারা পৃথিবীতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে । অধিক ব্যয়বহুল প্রযুক্তি হওয়ায় এতদিন পর্যন্ত এই লেন্স ছিল সর্বসাধারণের ক্রয়সীমার অনেক বাইরে । করোনা উদ্ভূত পরিস্থিতিতে এই লেন্সের চাহিদা আরও ব্যাপকভাবে বৃদ্ধি পায় । তাই সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার কথা মাথায় রেখে লুক্সোটিক্স আইওয়্যার সুলভ মূল্যে নিয়ে এলো:   1. Anti-Fog Multi-Coating Lens (Anti Reflectiv